ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিদেশী শিক্ষার্থী নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

কুবি সংবাদদাতা 

প্রকাশিত : ১০:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

এ পর্যন্ত চারজন বিদেশী শিক্ষার্থী ভর্তি হয়ে শিক্ষা কার্যক্রম শেষ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও বর্তমানে কোন বিদেশী শিক্ষার্থী ছাড়া শিক্ষা কার্যক্রম চলছে এই বিশ্ববিদ্যালয়ে। বিদেশী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও অবকাঠামো না থাকাই এ অবস্থার জন্য দায়ী বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ২০১১-১২ শিক্ষাবর্ষে তিনজন ও ২০১২-১৩ শিক্ষাবর্ষে একজন নেপালের শিক্ষার্থী ভর্তি হন। এই চারজন ছাড়া আর কোনো বিদেশী শিক্ষার্থী ভর্তি হয়নি। প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং প্রচার-প্রচারণার অভাবকেও এ জন্য দায়ী করছেন তারা। 

বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা থাকলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চিত্র ভিন্ন। এখানে বিদেশী শিক্ষার্থীদের ন্যূনতম আবাসন ব্যবস্থাও নেই বলে জানান প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থী।

‘বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে সাবজেক্টের নাম আছে কিন্তু এর অধীনে কোন কোর্সগুলো পড়ানো হবে, কোর্সের মেয়াদ কত বছর, কোর্স কো-অর্ডিনেটর সম্পর্কে কোন তথ্য থাকে না। ফলে বিদেশী শিক্ষার্থীদের কোন ধরনের আগ্রহ জন্মে না। ওয়েবসাইটে তথ্যের হালনাগাদ করা হয় অনেক দেরিতে। বিগত চার বছরে ভর্তি পরীক্ষার তথ্য ছাড়া এ ওয়েবসাইট আর কোন কাজে আসেনি বলে অভিযোগ করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থী এমডি কুতুব উদ্দিন।’

বিদেশী শিক্ষার্থী না আসার কারণ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমরান কবীর চৌধুরী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থী আসার মতো সুযোগ-সুবিধা এখনও গড়ে উঠেনি। আবাসনসহ অন্যান্য সুযোগ আমাদের লোকাল ছাত্রদের দিতে পারতেছিনা, বিদেশী শিক্ষার্থীদের কিভাবে দিব? তবে সেই পরিবেশ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছি।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি