ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি নজরুল সম্পাদক বশির

সিকৃবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সকল প্রার্থী জয়ী হয়েছেন। 

সভাপতি পদে জয়লাভ করেছেন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন প্রফেসর ড. মোহাম্মদ বাশির উদ্দিন। 

এছাড়া সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মোতাহার হোসেন, কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ এনামুল কবির, যুগ্ম সম্পাদক পদে প্রনজিত কুমার দাশ এবং সদস্য পদে অধ্যাপক ড. পীযুষ কান্তি সরকার, অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ড, অধ্যাপক ড. সানজিদা পারভীন রিতু, পারসা সানজানা ও ঈশিতা দেব জয় পেয়েছেন।

নির্বাচনে ২৬৯ জন ভোটারর মধ্যে  ১৮৯ জন তাদের ভোটাধিকার প্রয়াগ করন।

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি