ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সহজ শর্তে গৃহনির্মাণ ঋণ পাচ্ছেন ববির শিক্ষক-কর্মকর্তারা

ববি সংবাদদাতা

প্রকাশিত : ১৩:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০২১

সহজ শর্তে গৃহনির্মাণ ঋণ পেতে বরিশাল বিশ্ববিদ্যালয়, অর্থ মন্ত্রণালয় ও সোনালী ব্যাংকের মধ্য ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বল্প সুদে গৃহনির্মাণ ঋণ গ্রহণ করতে পারবেন।

আজ শুক্রবার পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) শিক্ষক ও কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ৪ শতাংশ সুদে গৃহনির্মাণ ঋণ নীতিমালা-২০১৯ এর আওতায় গৃহনির্মাণ সংক্রান্ত বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ চারটি বিশ্ববিদ্যালয়ের সাথে অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে ত্রিপক্ষীয় এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্বারকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্টার প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান এবং সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ডিরেক্টর মো. আফজাল করিম স্বাক্ষর করেন।

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি