ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিশাপ ‘সেশনজট’ এখন আর নেই’

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৭, ১ মার্চ ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সময়কার অভিশাপ সেশনজট এখন আর নেই। ইমেজ সংকটও আর নেই। কিছুদিন আগেও এটিকে শিক্ষা বোর্ড হিসাবে দেখা হতো। এখন সবাই বিশ্ববিদ্যালয় হিসেবে চেনে।

তিনি আজ (১ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার দুই মেয়াদে ৮ বছর পূর্তি উপলক্ষে জাতীয় বিশ্বদ্যিালয়ের সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 

এসময় উপাচার্য আরও বলেন, সারাদেশে অঞ্চল ভিত্তিক আরও ৬টি স্থায়ী আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। 

এছাড়াও তাঁর দুই মেয়াদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানউন্নায়ন, সাফল্য ও অগ্রগতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, জাতীয় বিশ্ববিদ্যিালয়ের আওতায় বিভিন্ন কলেজে অধ্যক্ষ সংকটের কথা স্বীকার করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়েল উপচার্য অধ্যাপক ড. মুনাজ আহমদ নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মশিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি