ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

জবি  প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৮, ৮ মার্চ ২০২১

'একুশ শতকের চাওয়া, একুশের প্রাপ্তি নারীর জেগে উঠা, নারীর মুক্তি' এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় এ উপলক্ষে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের উদ্যোগ ক্যাম্পাসে র‍্যালি করা হয়। 

এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এর প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম এবং আবাসিক শিক্ষক ড. প্রতিভা রানী কর্মকারসহ আরও অনেকে।

র‍্যালি শেষে, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রোভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন,'নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা এগিয়ে যাবে। নারীই হবে এ সমাজের মেরুদণ্ড। সকল বাধা বিপত্তিকে পেছনে ফেলে এই নারীই হবে উজ্জ্বল নক্ষত্র।"

তিনি আরও বলেন,"আজকের এই নারী দিবসের পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। অনেক শাসন বঞ্চনার পরে আমাদের এই নারী দিবসটি পাওয়া। এ দিনটির গুরুত্ব অনেক বেশি।"
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি