ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর সমাধিসৌধে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

বশেমুরবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২১:৫৭, ১৫ মার্চ ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ এর নবনির্বাচিত সদস্যরা। সোমবার (১৫ মার্চ) বিকাল ৪ টায় টুঙ্গিপাড়াস্থ জাতির পিতার সমাধিসৌধে এই শ্রদ্ধা জানানো হয়।

বশেমুরবিপ্রবিসাসের নবনির্বাচিত সভাপতি ফাতেমা-তুজ-জিনিয়া ও সাধারণ সম্পাদক মাইন উদ্দিন পরানের নেতৃত্বে সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, বশেমুরবিপ্রবিসাসের উপদেষ্টা মো. রেজোয়ান হোসেন, নবনির্বাচিত দপ্তর সম্পাদক মো. আব্দুল ওহাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আশরাফুল আলম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যনির্বাহী সদস্য শাফিউল কায়েস।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এরপর গত ১০ মার্চ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায়ী কমিটি। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি