ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদায় নিলেন জবি উপাচার্য মিজানুর রহমান

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১২, ১৮ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার পর বিদায় নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। গতকাল ১৭ মার্চ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জবির অত্যাধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধনের পর অনানুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি। 

আজ এ বিষয়ে অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে কথা বলেন একুশে টেলিভিশনের প্রতিনিধি।

উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, ‘আমি বিদায় নিয়ে চলে এসেছি। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করার। নতুন ক্যাম্পাসের বাউন্ডারি তৈরি, মাটি পরীক্ষাসহ কাজ শুরু করার জন্য যা করার দরকার আমি করেছি। সবকিছুই সেট করা আছে, এখন যে কেউ এসে চাইলেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অব্যাহত রাখতে পারবেন।’

গত আট বছরে তার প্রাপ্তির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমার দ্বারা কার উপকার হয়েছে, কার অপকার হয়নি সেটা তারাই বলতে পারবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

নতুন মেয়াদে উপাচার্যের দায়িত্ব দেওয়া হলে নিবেন কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমি সরকারকে জানিয়েছি যে, আমাকে দায়িত্ব দেওয়া হলেও তা নেয়া আমার পক্ষে সম্ভব নয়। তৃতীয় মেয়াদে একই বিশ্ববিদ্যালয় উপাচার্য হওয়ার নজির কোথাও নেই। নতুন করে দায়িত্ব নিয়ে সমালোচিত হতে চাই না।’

গতকাল নিজ দপ্তর থেকে বিদায় নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নানা মহল থেকে তার প্রশংসা, আলোচনা, সমালোচনা করেন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি