ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জবির নতুন উপাচার্য কামালউদ্দিন আহমদ

জবি সংবাদদাতা

প্রকাশিত : ০৮:২২, ১৯ মার্চ ২০২১ | আপডেট: ০৮:৪৩, ১৯ মার্চ ২০২১

অধ্যাপক মো. কামালউদ্দিন আহমদ

অধ্যাপক মো. কামালউদ্দিন আহমদ

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মীজানুর রহমানের মেয়াদ পূর্তিতে নতুন ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. নূর-ই-আলম সাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব দেয়া হয়।

আদেশে বলা হয়- অধ্যাপক ড. মীজানুর রহমান এর ভাইস চ্যান্সেলর পদের মেয়াদ পূর্তিতে পরবর্তী ভাইস চ্যান্সেলর নিয়াগে ও নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০ (৩) ধারা মতে উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. কামালউদ্দিন আহমদ ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি