ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ট্রাক চাপায় প্রাণ হারালো যবিপ্রবি শিক্ষার্থী রুবেল

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৪, ২২ মার্চ ২০২১

ট্রাকের চাপায় মৃত্যু হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. রুবেলের। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
 
রোববার (২১ মার্চ) রাত আনুমানিক পৌনে ৯টায় ঢাকার জিরানি বাজার এলাকায় ট্রাক চাপায় রুবেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন  রুবেলের সহপাঠী ও শিক্ষকরা। 

নিহত রুবেলের গ্রামের বাড়ি ঢাকার সাভারের আশুলিয়ায় এলাকায়। সে যবিপ্রবির ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 
এক শোক বাণীতে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন(পিটিআর) বিভাগের প্রথম ব্যাচের একটি কোর্স অংশ নেয়ার সুবাদে আমি রুবেলের সরাসরি শিক্ষক ছিলাম। শ্রেণিকক্ষে ছেলেটি অত্যন্ত প্রাণবন্ত ছিল। গত কয়েক মাসে সড়ক দুর্ঘটনায় যবিপ্রবির বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থীর অকাল প্রয়াণ হয়েছে অথবা মারাত্মক আহত হয়ে তাঁরা চিকিৎসাধীন। সড়কে শৃঙ্খলা ফেরাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে সড়কে মৃত্যুর মিছিল ঠেকানো যাবে না। 

শোক বার্তায় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী আমার কাছে সন্তানসম। সড়ক দুর্ঘটনায় বলি হয়ে আমার সন্তানের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না। আমি রুবেলের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পিতা-মাতা, পরিবার-পরিজন, দীর্ঘদিনের শিক্ষক-সহপাঠীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
 
এদিকে রুবেলের অকাল প্রয়াণে যবিপ্রবির শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি গভীর শোক প্রকাশ করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, যবিপ্রবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও তার অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি