ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জবিতে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে  প্রদীপ প্রজ্জ্বলন

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৫৭, ২৫ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে   প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভয়াল কালরাত স্মরণ করা হয়। 

বৃহস্পতিবার  (২৫ মার্চ)  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের সামনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই ভয়াল কালরাতকে স্মরণ করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এক মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন করা হয়। 

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ-এর নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ, কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ  উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি