ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুবিতে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩ শিক্ষার্থী

কুবি সংবাদদাতা

প্রকাশিত : ২১:২৬, ২৬ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ ভাবনা নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান প্রভা, দ্বিতীয় হয়েছেন বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল আহমেদ, এবং তৃতীয় হয়েছেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা তানভীর ইমা। 

শুক্রবার দুপুর ১২টায় স্বাধীনতা দিবসের পুষ্পাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, আবাসিক হল প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য, ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের রচনা প্রতিযোগিতা কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৫০০ শব্দের মধ্যে এ প্রতিযোগিতার আহ্বান করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি