ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইবিতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন 

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:০১, ২৬ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও এক মিনিট নিরবতা পালন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান। একই সময়ে প্রভোস্টগণ স্ব-স্ব হলে পতাকা উত্তোলন করেন। এছাড়া শহীদ স্মৃতিসৌধেও জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপাচার্য।

পরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, বিভিন্ন হল, বিভাগ, সাদা দল, সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী সমিতি,  ইবি ল্যাবরোটরী স্কুল এন্ড কলেজ, ডিবেটিং সোসাইটি, রোটার‌্যাক্ট ক্লাব, শাখা ছাত্রলীগ, ইবি প্রেসক্লাব, ইবি সাংবাদিক সমিতি, শাখা ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, বুনন, অফিসার্স ইউনিটি, তারণ্য, রোভার  স্কাউটস  গ্রুপ, বি.এন.সি.সি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। 

এরপর মহান স্বাধীনতা যুদ্ধে বীরঙ্গনাসহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া রবীন্দ্র-নজরুল  কলাভবন চত্বরে গাছের চারা রোপন করে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপাচার্য। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ সকাল ১১টায় রবীন্দ্র-নজরুল কলাভবনের সভাকক্ষে ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড  কলেজের শিক্ষার্থী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি