ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

খবরের পাতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ চিত্র প্রদর্শন

নোবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ২২:০৮, ২৬ মার্চ ২০২১ | আপডেট: ২২:১০, ২৬ মার্চ ২০২১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী "খবরের পাতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ " শীর্ষক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ও বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত ৫০ টি খবর পাতার আংশিক চিত্র প্রদর্শন করা হয়েছে। 

আজ ২৬ শে মার্চ (শুক্রবার) সকালে নোবিপ্রবি প্রশান্তি পার্কে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান ও প্রদর্শনী শেষে প্রধান অতিথির বক্তব্যে  এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, এখানে স্বাধীনতা যুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ তথ্য চিত্র রয়েছে। এসব আয়োজন সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় আরো উদ্বুদ্ধ করে তুলবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি।

এসময় অন্যান্যদের মধ্যে নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন, ইনস্টিটিউট অফ ইনফরমেশন সায়েন্স সায়েন্স এর পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমেদ, সালাম হলের প্রভোস্ট আনিসুজ্জামান রিমন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান, বঙ্গমাতা হলের প্রভোস্ট শাহীন কাদির ভূঁইয়া এবং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সহ ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থীরা এটি প্রদর্শন করেন। আগত প্রদর্শনার্থীরা প্রদর্শন শেষে নোবিপ্রবি সাংবাদিক সমিতির এই আয়োজন নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। প্রদর্শিত আংশিক খবরের চিত্রসমূহ থেকে মহান স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানার সুযোগ হয়েছে বলেও জানান প্রদর্শনীরা৷ 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি