ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে নবনিযুক্ত হকৃবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলী

সিকৃবি প্রতিনিধিঃ 

প্রকাশিত : ২২:১৬, ২৬ মার্চ ২০২১

বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে শুক্তবার সকালে স্মৃতিস্তম্ভ ‘দূর্জয় হবিগঞ্জ’ এ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলী দিয়েছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত। 

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ- ৩ আসনের সাংসদ এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী। 

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে গত ২৩ মার্চ নিয়োগ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি