ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ডিপিএস এসটিএস স্কুলে নতুন ভাইস-প্রিন্সিপাল নিয়োগ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ১৪ জুন ২০২১ | আপডেট: ২০:৫০, ১৭ জুন ২০২১

নিজেদের প্রশংসণীয় অ্যাকাডেমিক চর্চার ধারাবাহিকতাকে অব্যাহত রাখার প্রয়াসে বিজো কুরিয়ানকে নতুন ভাইস-প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত করেছে দিল্লি পাবলিক স্কুল, ঢাকা (ডিপিএস এসটিএস)। এমওয়াইপি ও ডিপি উভয় বিষয়েই ইন্টারন্যাশনাল ব্যাকালরেট অ্যাডমিনিস্ট্রেশন সিএটি ১ প্রশিক্ষণপ্রাপ্ত বিজো কুরিয়ানের শিক্ষাখাতে বিস্তৃত পরিসরের অভিজ্ঞতা রয়েছে। তিনি ফিজিক্যাল সায়েন্সে বি.এড এবং ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 

আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষের শুরুতে বিজো কুরিয়ান নতুন দায়িত্বে অধিষ্ঠিত হবেন। প্রাত্যহিক স্কুল পরিচালনার দক্ষতার পাশাপাশি বিজো কুরিয়ানের প্রশাসনিক, কৌশলগত, অবকাঠামোগত, পরিষেবা সংক্রান্ত, পরিকল্পনা সংক্রান্ত এবং বিপণন সংক্রান্ত বিষয়গুলোতে প্রায় ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। প্রাতিষ্ঠানিক বিভিন্ন ধাপে বিভিন্নমুখী কাজ করার অভিজ্ঞতা ছাড়াও শিশু-কিশোরদের চাহিদা ও মানসিকতার সাথে নিজেকে মানিয়ে নেয়ার দক্ষতা তাকে শিক্ষাক্ষেত্রে অনন্য পরিচয় দান করেছে। ইতোপূর্বে তিনি ভিজেটিএফ এডুসার্ভিসেস লিমিটেড (উইটি গ্রুপ অব ইন্সটিটিউশন্স), মুম্বাই; উইটি ইন্টারন্যাশনাল স্কুল, মালাড; এবং হলি অ্যাঞ্জেলস হাই স্কুল, মুম্বাইয়ের মতো প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে শিক্ষার উন্নয়ন ও কৌশলগত আধুনিকায়নের কাজ করেছেন তিনি।

ডিপিএস এসটিএস স্কুল, ঢাকার প্রিন্সিপাল ড. শিবানন্দ সিএস, এ বিষয়ে বলেন, ‘নেতৃস্থানীয় পর্যায়ে নতুন কারো অংশগ্রহণ সবসময়ই নতুন আশার সঞ্চার করে। বিজো কুরিয়ানের মতো এমন একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের ভাইস-প্রিন্সিপাল হিসেবে আমাদের সাথে যুক্ত হওয়া নিঃসন্দেহে আগামী শিক্ষাবর্ষ থেকে আমাদের স্কুলের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে। শিক্ষার্থীদের মা-বাবারাও নতুন ভাইস-প্রিন্সিপালকে সাদরে গ্রহণ করে নিয়েছেন।’

বিজো কুরিয়ান নিজেও ভাইস-প্রিন্সিপাল হিসেবে ডিপিএস এসটিএস -এ যোগদান করা নিয়ে উচ্ছসিত। তিনি বলেন, “শিশু-কিশোরদের উন্নয়নে কাজ করার ব্যাপারে আমি সবসময়ই আগ্রহী। ডিপিএস এসটিএস -এর মতো একটি স্বনামধন্য স্কুলের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি, আমি যথাসময়েই স্কুলের সকল কর্মী, শিক্ষার্থী ও তাদের মা-বাবাদের সাথে পরিচিত হতে পারবো এবং শিক্ষার মানকে আরো উন্নত করার লক্ষ্যে কাজ শুরু করতে পারব।’

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি