ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

দ্বিতীয় মেয়াদে শাবিপ্রবির উপাচার্য হলেন অধ্যাপক ফরিদ উদ্দিন 

শাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৩৫, ৩০ জুন ২০২১ | আপডেট: ২৩:৩৬, ৩০ জুন ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দ্বিতীয়বারের মতো চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। চলতি মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পুনরায় নিয়োগ পেয়েছেন। তার প্রথম মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই তিনি এই দায়িত্ব শুরু করবেন।

২০১৭ সালের ১৭ই আগষ্ট প্রথমবারের মত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ ফেডারেশন অফ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি