ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

অধ্যাপক ড. খালেদা হানুম আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ৪ জুলাই ২০২১

সাদার্ন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলীর সহধর্মিনী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. খালেদা হানুম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ... রাজিউন)। 

আজ রোববার (৪ জুলাই) ভোর ৪.০৫টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। গুণী এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাদার্ন ইউনিভার্সিটি পরিবার। 

মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। গত ২৪ জুন মৃত্যুবরণ করেন তাঁর স্বামী অধ্যাপক মোহাম্মদ আলী।

এক শোকবার্তায় সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি