ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় বিশ্ববিদ্যালয়ে টিকা সংক্রান্ত তথ্য পাঠানোর সময়সীমা বৃদ্ধি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ১৩ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

আগামী ১৯ জুলাই পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সকল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা সংক্রান্ত তথ্য পাঠানোর সময় বৃদ্ধি করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারি কভিড-১৯ এর সংক্রমণরোধ ও স্বাস্থঝুঁকি এড়াতে সকল শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে ১২ জুলাই থেকে এক সপ্তাহ সময় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্যছক পুরণ করে সাবমিট করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ সম্পর্কিত জরুরি বিবেচনায় অধিভুক্ত সকল কলেজের অধ্যক্ষকে কলেজের তথ্যছক পুরণ নিশ্চিত করার লক্ষে অনুরোধ করা হচ্ছে।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি