ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বশেমুরবিপ্রবি`র বাসে শিক্ষার্থীদের ঈদ যাত্রা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৫, ১৮ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসনের ব্যবস্থাপনায় বাস প্রদান করা হয়েছে।

আজ রবিবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে স্ব স্ব গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে গিয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান, শিক্ষার্থী উপদেষ্টা ড. মো. শরাফত আলী ও পরিবহন দপ্তরের প্রশাসক তাপস বালা উপস্থিত ছিলেন। গতকাল ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তাপস বালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী সকালে যেসব গন্তব্যের উদ্দেশ্য বাসগুলো ছেড়ে যায় সেগুলো হলো- 
১. গোপালগঞ্জ- ঢাকা, 
২. গোপালগঞ্জ-বগুড়া-রংপুর, 
৩. গোপালগঞ্জ-খুলনা- যশোর, ৪. গোপালগঞ্জ -টেকেরহাট-বরিশাল- পটুয়াখালী, ৫. গোপালগঞ্জ-খুলনা- চুকনগর- সাতক্ষীরা-নাভারণ, ৬. গোপালগঞ্জ -ভাঙ্গা- ফরিদপুর-রাজবাড়ী-কুষ্টিয়া-ঝিনাইদহ-মাগুরা। এছাড়া রাত ৮টায় ছেড়ে যাবে গোপালগঞ্জ -ময়মনসিংহ-টাঙ্গাইল-মানিকগঞ্জ।

এর আগে গত ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর  প্রফেসর ড. এ. কিউ. এম.  মাহবুব এর নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বাড়ি  ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীদের কোভিড-১৯ এর নমুনা  পরীক্ষা করা হয় । যে সকল  শিক্ষার্থীর কোভিড-১৯ এর নমুনা  পরীক্ষার রিপোর্ট নেগেটিভ শুধুমাত্র তারাই  এই বিশেষ বাস সার্ভিসে নিজেদের বাড়িতে যেতে পারছেন। ১৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসে বাড়ি ফিরতে ৮৪৫ জন শিক্ষার্থী  আবেদন করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাস যাচ্ছে আমার জেলায়। পরিবারের সদস্যদের সাথে ঈদ করব, খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক ধন্যবাদ, এরকম একটা উদ্যোগের জন্যে। বিশেষ করে উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, পরিবহন প্রশাসক সহ সংশ্লিষ্ট সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি