ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

খুবিতে পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ, পরীক্ষা শুরু ১২ সেপ্টেম্বর

খুবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:০৭, ২৯ জুলাই ২০২১ | আপডেট: ২০:৩৪, ২৯ জুলাই ২০২১

করোনা পরিস্থিতির কারনে স্থগিত খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণীর প্রথম টার্মের (সেমিস্টার) সকল বর্ষের একাডেমিক ক্যালেন্ডার পুনঃনির্ধারন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী অনলাইন-অফলাইন চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত। এছাড়া ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত রিভিউ ক্লাস, সমন্বিত অনলাইন-অফলাইন পরীক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ ও মডেল টেস্ট, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২৯ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এবং ফলাফল প্রকাশ ২৩ অক্টোবর থেকে ৬ নভেম্বর। 

আজ ২৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপ উপাচার্য, সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার, সকল ডিসিপ্লিন প্রধান এবং ছাত্র বিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই পরীক্ষা সংক্রান্ত একটি একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করার পর শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করলে নতুন করে এই একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি