ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডুয়েটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

যথাযোগ্য মর্যাদায় শোকের মাস আগস্টকে স্মরণ করলো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর। আজ (০১ আগস্ট, ২০২১ খ্রি.) রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রারসহ অন্যান্য ব্যক্তিবর্গ কোভিড-১৯ এর বিধি ও সামাজিক দূরত্ব মেনে উপস্থিত ছিলেন।

এ সময় শোকাবহ ১৫ আগস্টে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি