ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

করোনায় সিকৃবি অধ্যাপকের মৃত্যু 

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১০, ৫ আগস্ট ২০২১

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজমুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাউদ্দীন। 

বুধবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে সিলেটের পার্ক ভিউ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অধ্যাপক ড. আজমুল হুদার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীসহ পুরো কৃষিবিদ পরিবার তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একই সাথে তার রুহের মাগফেরাত কামনা করছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি