ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনায় মারা গেলেন সিকৃবি কর্মকর্তা রতন মল্লিক

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৫, ১৬ আগস্ট ২০২১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রতন মল্লিক করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৫ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

গত ৩ আগস্ট রতন মল্লিক ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন তিনি কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত হয়েছেন। ১২ দিনের মাথায় তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন।

রতন মল্লিকের আকস্মিক মৃত্যুতে সিকৃবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। রতন মল্লিকের মৃত্যুতে  শোক প্রকাশ করেছে শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ। 

উল্লেখ্য, এর আগে গত এক মাসের মধ্যে করোনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক মারা গেছেন

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি