ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অকৃতকার্য শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ১৮ আগস্ট ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক চতুর্থবর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছে অকৃতকার্য শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ করেছে। 

বুধবার (১৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ফটকে শিক্ষার্থীরা জড়ো হয়েছে বিক্ষোভ শুরু করে। 

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থবর্ষ পরীক্ষা ফলাফল গত ২০ জুলাই প্রকাশিত হয়। উক্ত ফলাফলে ৭২ শতাংশ কৃতকার্য হয় এবং বাকি ২৮ শতাংশ শিক্ষার্থীকে অকৃতকার্য হয়েছে। ওই ফলাফলে ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে। 

এর আগে গত ১১ আগস্ট একই দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করে। এর এক সপ্তাহ পর দ্বিতীয় দিনের মতা উক্ত ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রকাশ করলো।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি