ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আজ সিদ্ধান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ২৪ আগস্ট ২০২১

শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়াসহ সার্বিক পরিবেশ-পরিস্থিতি বিশ্লেষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আজ মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কথা জানিয়েছেন। 

সোমবার বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

উপাচার্য আখতারুজ্জামান জানান, আজ প্রভোস্ট কমিটির সভা আছে। সভায় শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া হলগুলোর অবস্থা পর্যালোচনা করে কীভাবে দ্রুত খোলার ব্যবস্থা করা যায় সে বিষয়ে সংশ্নিষ্ট প্রভোস্টদের সঙ্গে আলোচনা করা হবে। 

তিনি বলেন, ‘আমাদের শক্তি, সাহস এবং সক্ষমতা ক্রমান্বয়ে বাড়ছে। এ অবস্থায় স্বাভাবিক কার্যক্রমে কীভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ জোরদার করা যায়, এ বিষয়ে ভাবতে হবে।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি