ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের ৫০০তম সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১২, ৩১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং বর্ণাঢ্য কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের ৫০০তম নিয়মিত সভা, ২১তম ক্লাব অভিষেক ও রোটার‌্যাক্ট সেরা ক্লাব উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ আগস্ট  ঢাকাস্থ মিরপুর ফোর-সি ক্লাসি চাইনিজ অ্যান্ড কনভেনশন কর্নারে এ ঊৎসব  হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনা প্রধান ও সাবেক রাষ্ট্রদূত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশিদ বীর বিক্রম, (অব.) ও বিশেষ অতিথি ছিলেন অভিভাবক রোটারি ক্লাব অব ঢাকা পল্টনের প্রাক্তন সভাপতি ও পার্টনার ইন সার্ভিস কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রঞ্জিত কুমার পাল পিএইচএফ এবং রোটার‌্যাক্ট জেলা রিপ্রেজেন্টেটিভ-ডিআরআর মো. মোস্তাফিজুর রহমান। প্রোগ্রাম উপদেষ্টা ছিলেন রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও মডারেটর অধ্যাপক এস এম আলী আজম। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রাক্তন সভাপতি রোটার‌্যাক্ট রিজিউনাল রিপ্রেজেন্টিভ-আর আর মো. নাবীর হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভ-পিডিআরআর মো. শাহাজ উদ্দিন ঢালী, ডিআরআর ইলেক্ট মো. আব্দুল কাইয়ুম খান, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রাক্তন সভাপতি রিয়াদুল হাসান রাসেল, শেখ মাসুদুল আলম, তোফায়েল আহমেদ তুহিন, মৌমিতা নওশিন সাথী, মো. হাসান আল মামুন, মো. ফরহাদ হোসেন বিপু, মো. সুমন সরকার প্রমুখ। অনুষ্ঠানে রোটার‌্যাক্ট ক্লাব ঢাকা কমার্স কলেজের প্রাক্তন সভাপতি মোহাম্মদ বোরহানুল ইসলাম, মো. নাহিদ মুন্সি, তানভির আহমেদ, মো. মিজানুর রহমান, প্রাক্তন সচিব তামিম ওয়াজির রাজিব, শাহাদাত হোসেন বাবলু, র্বোড মেম্বর ও ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট চিফ অ্যাডমিনিস্ট্রেটর শাহ শাফিউর জালাল শাফি, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুজন মাহমুদ, রিফাত বাবু, এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি হাসান শাহরিয়ার শাওন, ডিস্ট্রিক্ট ডিরেক্টরি কমিটির চেয়ারম্যান শেখ শাহারুখ ইসলাম, রোটার‌্যাক্ট রিজিয়নাল রিপ্রেজেন্টিভ মেহনাজ ফেরদৌস তাসফি ও মো. নাহিদ, জোনাল রিপ্রেজেন্টেটিভ মোস্তাফিজুর রহমান সানী ও পার্থ সারথি দাস এবং বিভিন্ন ক্লাবের সভাপতিবৃন্দ।

২১তম ক্লাব অভিষেক অনুষ্ঠানে রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সদ্ প্রাক্তন সভাপতি মো. তরিকুল ইসলাম ক্লাবের বর্তমান সভাপতি শেখ আহসানুর রহমান জীমের নিকট সভাপতির কলার ও দায়িত্ব হস্তান্তর করেন। বর্তমান সভাপতি শেখ আহসানুর রহমান জীম ২০২০-২১ বর্ষের ক্লাব পরিচালনা পরিষদের পরিচয় করিয়ে দেন। বিগত বছরের কার্য প্রতিবেদন পেশ করেন ক্লাব সচিব (২০২০-২১) আদিবা আজম মাটি।

সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নৃত্য পরিবেশন করেন ক্লাব সচিব আদিবা আজম মাটি, ক্লাব সদস্য সমাদ্দার প্রজ্ঞা, আদ্রিজা দাস আখি ও নুরে জান্নাত চাঁদনী। সঙ্গীত পরিবেশন করেন ক্লাব সদস্য তানভীর তন্ময় ও অন্যান্য।

উল্লেখ্য, ১৯০৫ সালে গঠিত বিশ্বের প্রথম ও বৃহত্তম সেবা সংগঠন আন্তর্জাতিক এর যুব কার্যক্রম হচ্ছে রোটার‌্যাক্ট ক্লাব। বর্তমান বিশ্বে ২ লক্ষ ৯২ হাজার রোটার‌্যাক্টর রয়েছে। ১৮ আগস্ট ২০০১ রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ গঠিত হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি