ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্রাবাস খুলতে শিক্ষা প্রতিষ্ঠানকে মানতে হবে ১৪ নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ১১ সেপ্টেম্বর ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের ছাত্রাবাস খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। তবে ছাত্রাবাস খুলে দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানতে হবে ১৪ নির্দেশনা।

করোনা ও ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় রেখে নির্দেশনা মেনে ছাত্রাবাস খুলে দিতে গত ৯ সেপ্টেম্বর সই করা নির্দেশনাটি শনিবার (১১ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।

ছাত্রাবাস খোলার নির্দেশনাতে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে গত বছর ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের আবারও স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফেরাতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান আগামী রোববার (১২ সেপ্টেম্বর) থেকে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাস চালুর ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধির পাশাপাশি ডেঙ্গু রোগ প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

যে ১৪ নির্দেশনা মানতে হবে-

১) সকল সমাবেশ স্থান— ক্যাফেটেরিয়া, ডাইনিং, টিভি, স্পোর্টস রুম ও অন্যান্য রুম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। রান্নাঘর থেকে রুমগুলোতে সরাসরি খাবার সরবরাহের ব্যবস্থা করতে হবে।

২) একাধিক শিক্ষার্থী একই বিছানা ব্যবহার করা থেকে বিরত থাকবে।

৩) একসঙ্গে নামাজ, প্রার্থনা, সমাবেশ ইত্যাদি ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা মেনে চলবে।

৪) আবাসিক শিক্ষার্থীরা হোস্টেলে ওঠার আগে কোভিড আরটি-পিসিআর পরীক্ষা করে ফলাফল নেগেটিত হলে হোস্টেলে আসবে।

৫) হোস্টেলে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।

৬) হোস্টেল, বাথরুম, টয়লেট, বেসিন, ড্রেন ইত্যাদি প্রতিদিন জীবাণুমুক্ত করে রাখতে হবে।

৭) বাথরুম ফ্লোর শুকনো থাকবে।

৬) সবাই ব্যক্তিগত সাবান, তোয়ালে ইত্যাদি ব্যবহার করবে এবং ব্যক্তিগত লকার অন্যান্য জিনিসপত্র পরিষ্কার ও

জীবাণুমুক্ত রাখবে।

৯) ডাইনিং রুমে টেবিল, গ্লাস, প্লেট, চামচ, জগ ইত্যাদি সবসময় পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে।

১০) হোস্টেলে খাবার পানি ও খাদ্য সামগ্রী নিরাপদ রাখতে হবে।

১১) দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

১২) ডেঙ্গু সংক্রমণ ও এডিস মশা বিস্তার রোধে স্বাস্থ্য অধিদফতরের গাইড লাইন অনুসরণ করতে হবে।

১৩) একজনের ব্যক্তিগত ব্যবহার সামগ্রী/শিখন সামগ্রী ইত্যাদি অপরজন ব্যবহার করতে পারবে না।

১৪) আবাসিক শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী ব্যতীত অন্য কেউ হোস্টেলে অবস্থান বা যাতায়াত করতে পারবেন না।

উল্লেখ্য, গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হয়। এরপর গত দেড় বছর দফায় দফায় ছুটি বাড়ানো হয়। বর্তমানে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু কমে আসায় স্বাস্থ্য বিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি