ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৭ অক্টোবর খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি সংবাদদাতা:

প্রকাশিত : ১৯:২৬, ১৬ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৯:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

এক ডোজ টিকা দেয়া সাপেক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৪ তম এক্সট্রা অর্ডিনারি সভায় নীতিগতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ হাজার টিকার জন্য আবেদন করেছি। টিকা গুলো পাওয়ার উপর নির্ভর করবে খোলা সম্ভব হবে কিনা।

তিনি আরও বলেন, যদি আমরা প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত প্রথম ডোজ টিকা নিশ্চিত করতে পারি তাহলে বিশ্ববিদ্যালয় এবং হল একই সাথে খোলা হবে। সেই হিসেবেই আমাদের পরিকল্পনা রয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, সিন্ডিকেটের ৫৩৪ তম এক্সট্রা অর্ডিনারি সভায় বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আজ বিশদ আলোচনা হয়েছে। আমরা এক ডোজ টিকা দেয়া সাপেক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।

 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি