ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কুবিতে ‘ছায়া জাতিসংঘ সংস্থা’র নতুন কমিটি

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১১, ১৮ সেপ্টেম্বর ২০২১

সভাপতি রহমান ফায়াজ, সাধারণ সম্পাদক ওয়াইদাতুল আকমাম তাসিন

সভাপতি রহমান ফায়াজ, সাধারণ সম্পাদক ওয়াইদাতুল আকমাম তাসিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সংগঠন ‘ছায়া জাতিসংঘ সংস্থা’র ২০২১-২২ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রহমান ফায়াজ, আর আইন বিভাগের শিক্ষার্থী ওয়াইদাতুল আকমাম তাসিন সাধারণ সম্পাদক।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টায় অনলাইন প্লাটফর্ম জুমে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক জিনাত সুলতানা ইভা, কোষাধ্যক্ষ বিবি মারিয়া,   অরগানাইজিং সেক্রেটারি শায়রা কবির, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন আনিসুর রহমান, হেড অব ইভেন্টস হাবিবুর রহমান, জয়েন্ট হেড অব ইভেন্টস হাসিন মাহতাব, হেড অব একাডেমিকস রায়হান আহমেদ, হেড অব মিডিয়া অ্যান্ড ডক্যুমেন্টেশন মাইনুদ্দিন আহমেদ, জয়েন্ট হেড অব মিডিয়া অ্যান্ড ডক্যুমেন্টেশন আশিকুল ইসলাম।

এছাড়া হেড অব প্রেস অ্যান্ড পাবলিকেশন্স হুমায়রা কবির, হেড অব পাবলিক রিলেশন্স ইমাম হোসাইন, জয়েন্ট হেড অব পাবলিক রিলেশন্স ফাহমিদা তাসনিম তিন্নি, জয়েন্ট হেড অব পাবলিক রিলেশন্স সানজানা বিনতে ইসলাম, হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স নাঈমুর রহমান, জয়েন্ট হেড অব পাবলিক রিলেশন্স রিয়াজুল আমিন।

উল্লেখ্য, ১৭ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতিসংঘ সংস্থার তৃতীয় পূর্নাঙ্গ কমিটি।

এএইচ/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি