ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

৩ অক্টোবর খুলছে রাবিপ্রবি 

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৭, ২১ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

দীর্ঘদিনের অপেক্ষার পরে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ৩ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট তথ্যটি নিশ্চিত করেছে। স্বশরীরে ক্লাস শুরু হলেও আপাতত প্রত্যেক ব্যাচ এক সাথে ক্লাস করার সুযোগ পাচ্ছে না।
 
স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে বিভিন্ন ব্যাচকে স্বশরীরে ক্লাসে নেয়ার পরিকল্পনা করেছে প্রতিটি ডিপার্টমেন্ট। সেই সূত্রে বিগত বছরে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রাধান্য দিয়েছে ডিপার্টমেন্টগুলো।

এদিকে ৩ অক্টোবর স্বশরীরে ক্লাস নেয়ার বিষয়ে সিএসই বিভাগের চেয়ারম্যান ধীমান শর্মা (সহকারী অধ্যাপক) বলেন, অনেক জটিলতা, সমস্যা পার করে আগামী ৩ অক্টোবর স্বশরীরে ক্লাসের ব্যবস্থা করেছি। দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথে। খুব দ্রুত অন্যান্য ব্যাচকে নিয়ে ক্লাস শুরু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

শিক্ষার্থীদের টিকার বিষয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের টিকা ও স্বাস্থ্যবিধির বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। যারা এখনো করোনার টিকার রেজিষ্ট্রেশন করেনি তাদের খুব দ্রুত রেজিষ্ট্রেশনের নির্দেশ প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই চলবে সমস্ত ক্লাস ও পরীক্ষা।

ভর্তির প্রায় এক বছর পার হলেও নিজ ক্যাম্পাসে যেতে পারেননি নবীন শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীদের পদচরণায় ভরে উঠুক ক্যাম্পাসের প্রাঙ্গনগুলো, শিক্ষাব্যবস্থা ফিরে আসুক অনলাইন থেকে এমনই মনে করেন নবীন রাবিপ্রবিয়ানরা।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি