ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুর্গাপূজার পর পরীক্ষা নেওয়ার দাবিতে জবিতে মানববন্ধন 

জবি প্রতিনিধি

প্রকাশিত : ০০:০১, ২৭ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দুর্গাপূজার পর নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে 'সনাতনী শিক্ষার্থীবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়' ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, পুজোর আগে আগামী ৭ অক্টোবরে যদি তাদের পরীক্ষা দেওয়ার জন্য ক্যাম্পাসে আসতে হয় তবে পরীক্ষার মধ্যেই আবার পরিবারের সঙ্গে পূজা উদযাপনের জন্য গ্রামে ফিরতে হবে। পূজা শেষে তাড়াহুড়ো করে এসেই পরীক্ষায় বসতে হবে। কারণ অধিকাংশ বিভাগেই পুজোর একদিন পরেই পরীক্ষা রয়েছে। এতে শিক্ষার্থীদের ওপর মানবিক, শারীরিক ও অর্থনৈতিক চাপ পড়বে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর থেকে সশশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জবি প্রশাসন। তবে পূজার মধ্যে পরীক্ষার ডেট না দিতে আবেদন করা হলে পূজার আহে ও পরে বিভিন্ন বিভাগে তারিখ নির্ধারণ করে রুটিন দিয়েছে বিভিন্ন বিভাগ।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি