ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ১০ অক্টোবর

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৮, ৫ অক্টোবর ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের চলমান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ অক্টোবর শুরু হবে। ক্রমান্বয়ে ইউনিটগুলোর ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত বুধবার শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ অক্টোবর এবং শেষ হবে ২৯ নভেম্বর। এ ছাড়া, আগামী ১ ডিসেম্বর ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার সি ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে রাবিতে ভর্তি পরীক্ষা শুরু হয়। মঙ্গলবার এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ১৯১টি আসনের বিপরীতে ৩টি ইউনিটে ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি