ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ৯ অক্টোবর ২০২১ | আপডেট: ১২:৫৮, ৯ অক্টোবর ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ অক্টেবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হয় এ পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।

‘চ’ ইউনিটে এবার মোট আবেদনকারী ১৫ হাজার ৪৯৬ জন। আসনসংখ্যা ১৩৫। সে হিসাবে আসনপ্রতি পরীক্ষার্থী প্রায় ১১৫ জন। আজকের পরীক্ষায় ১৫ হাজার ৪৯৬ শিক্ষার্থীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮ হাজার ১৬৬ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৪৩ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৯৭ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ২৭০ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪২৮ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৯৬৪ জন পরীক্ষায় অংশ নেন।

এর আগে গত ১ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে ঢাবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। ২ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর ‘গ’ ইউনিট, ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি