ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হোয়াটস অ্যাপে প্রশ্ন পাঠাতে গিয়ে পরীক্ষার্থী আটক 

হাবিপ্রবি প্রতিনিধি:

প্রকাশিত : ২২:১৪, ২৪ অক্টোবর ২০২১ | আপডেট: ২২:৪৭, ২৪ অক্টোবর ২০২১

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জামার ভিতর বিশেষ কায়দায় মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছেন এক পরীক্ষার্থী। দ্বিতীয় দিনের মতো জিএসটি ভর্তি পরীক্ষার বি ইউনিটের পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনে অসদুপায় অবলম্বন করায় ওই তরুণীকে আটক করা হয়। পরে তাকে দিনাজপুর কোতোয়ালি থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ জানান, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনে প্রায় সাত হাজার পরীক্ষার্থী অংশ নেন। ড. এম ওয়াজেদ ভবনের ৩০৫ নম্বর কক্ষে ওই তরুণী গোপনে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাইরে পাঠিয়েছিলেন। বিষয়টি প্রথমে অন্য পরীক্ষার্থীদের নজরে এলে তাঁরা হল পরিদর্শক হিতেন্দ্র নাথকে জানান। পরে নারী পুলিশের সহায়তায় মুঠোফোনটি উদ্ধার করা হয় এবং ওই তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এবিষয়ে থানায় একটি অভিযোগ করেন প্রক্টর। তরুণীর বাড়ি দিনাজপুর সদর উপজেলার কমলপুর গ্রামে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি