ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

এবার খুলছে শাবিপ্রবির হল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ২৫ অক্টোবর ২০২১

করোনা পরিস্থিতিতে ১৮ মাস বন্ধ থাকার পর অবশেষে সোমবার থেকে খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। ইতিমধ্যে শিক্ষার্থীদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। 

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের আবাসিক হলে তোলার জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাইকে শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে। কমপক্ষে এক ডোজ টিকার প্রমাণপত্র দেখিয়ে শিক্ষার্থীদের হলে উঠতে হবে। হলে কোনো অবৈধ শিক্ষার্থী থাকতে পারবে না।

উপাচার্য আরো বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সশরীরে ক্লাস শুরু হবে। 

২৫ অক্টোবর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে হলে প্রবেশ করতে পারবেন স্নাতকোত্তরের শিক্ষার্থীরা। ২৬ অক্টোবর স্নাতক চতুর্ষ বর্ষ, ২৭ অক্টোবর তৃতীয় বর্ষ, ২৮ অক্টোবর দ্বিতীয় বর্ষ এবং ২৯ অক্টোবর প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি