ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এক সপ্তাহের মধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়া হবে : শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২৭ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:১৬, ২৭ অক্টোবর ২০২১

আগামী এক সপ্তাহের মধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তৃতীয় গবেষণা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, “ইতোমধ্যে শিক্ষার্থীদের টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন চলছে। এ কার্যক্রম সম্পন্ন হলেই টিকা প্রদান শুরু হবে।”

বিএসএমএমইউ উপাচার্য ডা. মো. শরফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর কাজী শহিদুল্লাহ এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি