ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৩, ৮ নভেম্বর ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র ইয়াকুব আলী মিলন ‘আত্মহত্যা’ করেছেন।

রোববার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুনামগঞ্জের বাঁধনপাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান।
 
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ ব্যাপারে এখনো জানা যায়নি।

তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাটিয়াইন গ্রামে। বর্তমানে সে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় (এনএসআই) কর্মরত ছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি