ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাবির ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ১২:২১, ১৬ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আইন অনুষদ ভুক্ত ‘এফ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (ju-admission.org) এ ফল প্রকাশিত হয়।

‘এফ’ ইউনিটের ৬০টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ২৪ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী। সে হিসেবে ১টি আসনের বিপরীতে ৪০৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।

ফলাফল পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে মেধাক্রম অনুযায়ী ছেলেদের প্রথম ৩০ জনের মধ্যে ১ম শিফট হতে ৯ জন, ২য় শিফট হতে ৭ জন, ৩য় শিফট হতে ৪ জন ও ৪র্থ শিফট হতে ১০ জন স্থান পেয়েছে। মেয়েদের প্রথম ৩০ জনের মধ্যে ১ম শিফটে ১৫ জন, ২য় শিফটে ১৩ জন, ৩য় শিফটে ১৬ জন এবং ৪র্থ শিফটে ১৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

অন্য ইউনিটগুলোতে ভর্তি পরীক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে শিফট বৈষম্যের অভিযোগ থাকলেও ‘এফ’ ইউনিটের ফলাফলে এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আজ ১৬ নভেম্বর বিজনেস স্টাডিজ অনুষদভূক্ত ‘ই’ ইউনিট এবং কলা ও মানবিকী অনুষদভূক্ত (নাটক ও নাট্যতত্ত বিভাগ এবং চারুকলা বিভাগ) ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি