ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

জাবিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৪, ২২ নভেম্বর ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

গত ৯ নভেম্বর জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। এবছর ৯টি অনুষদ ও ৩টি ইনিস্টিটিউট এর অধীনে বিতর্কিত ‘শিফট ভিত্তিক’ পদ্ধতিতে দশ দিনব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

ভর্তি পরীক্ষার সকল ইউনিটের ফলাফল এবং ভর্তি কার্যক্রম সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.juniv- admission.org এ পাওয়া যাবে।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৮৮৯টি আসনের বিপরীতে ৩ লক্ষ ৮ হাজার ৬০৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। কিন্তু ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৫০ থেকে ৬৫% যা অন্যান্য বছরের তুলনায় কম।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি