ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ভর্তিতে জিপিএ নম্বর কমিয়ে ৫০ করলো নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৫২, ২৩ নভেম্বর ২০২১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তিতে জিপিএ নম্বর কমানো হয়েছে। পূর্বে এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএ'র উপর ১০০ নম্বর ধরা হলেও সেটি কমিয়ে ৫০ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, নোবিপ্রবিতে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত জিপিএর নম্বর ১০০ থেকে কমিয়ে ৫০ নম্বর করা হয়েছে। এর মধ্যে এসএসসিতে প্রাপ্ত জিপিএ'র ক্ষেত্রে ৩০ এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ক্ষেত্রে ২০ নম্বর ধরা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি