ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি ১৫ বছরে পদার্পণ 

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৪, ২৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ডিবেটিং সোসাইটি ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে। বুধবার (২৪ নভেম্বর) 'যুক্তির উচ্ছ্বাসে, চেতনার বিকাশে' এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির চৌদ্দতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ে বীরমুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের আইকিউএসি রুমে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল আলম। 

এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাকী, নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রোভোস্ট শাহিন কাদের, নোবিপ্রবির ডিবেটিং সোসাইটির মডারেটর সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমী এবং নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সহকারী মডারেটর প্রভাষক এ. কিউ. এম. সালাউদ্দিন পাঠান। 

প্রধান অতিথির বক্তব্য উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল আলম বলেন, 'পড়াশোনার পাশাপাশিসহ-শিক্ষামূলক কার্যক্রমেও নিজেদের নিয়েজিত করতে হবে। বিতর্ক চর্চা একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। করোনাকালীন কঠিন সময়েও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমে নিয়োজিত করেছে যা খুবই প্রশংসার দাবিদার।

এ সময়ে, উপাচার্য আরও বলেন, 'নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সার্বিক কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সহযোগিতায় করবে। এ সময়ে তিনি নোবিপ্রবি ডিবেটিং সোসাইটিকে নিজস্ব কার্যালয় প্রদানের আশ্বাস দেন।'
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি