ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

জাবিতে শীতকালীন ছুটি বাতিল

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৮, ৯ ডিসেম্বর ২০২১

করোনা মহামারিতে দীর্ঘ ১৯ মাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকার ক্ষতি পুষিয়ে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শীতকালীন অবকাশ বাতিল ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, করোনা মহামারীর ফলে দীর্ঘ দেড় বছর পর গত ২১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হয়। পরবর্তীতে ২২-২৯ ডিসেম্বর শীতকালীন অবকাশ ঘোষণা করা হলে জাবি ছাত্র ইউনিয়ন শীতকালীন ছুটি বাতিলের দাবি জানায়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি