ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রোটারির উদ্যোগে ইস্টার্ন ইউনিভার্সিটিতে মাস্ক বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ১১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৭:২৪, ১১ ডিসেম্বর ২০২১

রোটারি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ জেলা-৩২৮১ ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটির বোর্ড কক্ষে ফেস মাস্ক হস্তান্তর করেছে।

শনিবার সকালে রোটারি জেলা-৩২৮১ এর লেফটেন্যান্ট গভর্নর আবুল খায়ের চৌধুরী ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. শহীদ আখতার হোসেনের কাছে মাস্কগুলো হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইসমাইল জাবিউল্লাহ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।

করোনার তৃতীয় তরঙ্গ মোকাবেলায় সচেতনতা সৃষ্টি এবং সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে সারাদেশে ৩৫ লাখ ফেস মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে রোটারি জেলা-৩২৮১। এর অংশ হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে বিতরনের জন্য এসব মাস্ক প্রদান করা হয়।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি