ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রেসিডেনসিয়াল মডেল কলেজে বিজয় দিবস উদযাপিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ১৬ ডিসেম্বর ২০২১

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যথাযোগ্য মর্যাদার সঙ্গে মহান বিজয় দিবস-২০২১ উদযাপন করা হয়। এ উপলক্ষে অত্র প্রতিষ্ঠানে বৃহস্পতিবার ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়। 

প্রত্যুষে সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে ছাত্রদের আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, টি-২০ ক্রিকেট ম্যাচ এবং বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সবশেষে বিকাল সাড়ে চারটায় ছিল জাতীয় পতাকা হাতে ও নির্দিষ্ট ডিজাইনের মাস্ক পরে ছাত্রদের শপথবাক্য পাঠ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি। 

তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি