ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জাবিতে ৯ শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ

জাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৯:৫৫, ১৬ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২১:২৭, ১৬ ডিসেম্বর ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪৯তম ব্যাচের ৯ শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিং-এর মাধ্যমে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে জাবি স্কুল এন্ড কলেজের মাঠে এ র‍্যাগিংয়ের এ ঘটনা ঘটে। অভিযুক্তরা সবাই একই বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বলেই জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্যাতনের শিকার এক শিক্ষার্থী জানান, বিজয় দিবস উপলক্ষে দেয়ালিকা আঁকার জন্য ৪৯তম ব্যাচের শিক্ষার্থীদেরকে ডাকেন ৪৮তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। পরে কাজ শেষে রাত ১২টায় তাদেরকে জাবি স্কুল এন্ড কলেজের মাঠে দেখা করতে বলেন ৪৮তম ব্যাচের ওই শিক্ষার্থীরা। ৪৯তম ব্যাচের শিক্ষার্থীরা সিনিয়রদের নির্দেশে সেখানে গেলে তাদেরকে রাতভর বিভিন্ন আচরণের ভুল ধরে শাস্তি দেয়া হয়। ভোর ৫টা পর্যন্ত বিভিন্নভাবে তাদের ওপর শারীরিক ও মানসিক নিপীড়ন চলে।

নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে ওই শিক্ষার্থী আরও বলেন, ‘দেয়ালিকা আঁকার সময় চাদর পরে থাকাকে সিনিয়র ভাইয়েরা ভুল বলে চিহ্নিত করেন। এছাড়া অন্যরা সিনিয়রদের সালাম না দেয়া, তাদের নামে অন্য ব্যাচের শিক্ষার্থীদের কাছে বিচার দেয়ার অভিযোগও তোলে। আমাদের কাউকে প্রায় ৪ ঘণ্টা ‘মুরগি’ করে (এক ধরনের নির্যাতন) রাখা হয়, কাউকে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়। গাছের ডাল ভেঙে আমাদেরকে মারাও হয়। এসময় কান্নাকাটি করলেও আমাদেরকে তাঁরা ছাড়েনি। রাতভর এমন র‍্যাগিং-এর পর ভোর ৫টায় ছেড়ে দেয় আমাদেরকে এবং যত সমস্যাই হোক সকাল ৮টায় আবার দেখা করতে বলে।’

অভিযোগকারী শিক্ষার্থী আরও বলেন, ‘হলে না থাকায় আমি সবার নাম বলতে পারছি না। তবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪৮ত্ম ব্যাচের সিআর (ক্লাস রিপ্রেজেন্টেটিভ) শোভন, হাবিব এবং হীরাসহ ১৫-১৮ জন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শওকত হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘মোবাইল ফোনে অন্য বিভাগের একজন শিক্ষার্থী আমাকে এ ব্যাপারে জানিয়েছে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগে অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে আমরা অবগত নই। দেয়ালিকার কাজ শেষ করেই আমরা নিজ নিজ হলে চলে গিয়েছি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি