ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ২ জানুয়ারি ২০২২ | আপডেট: ১১:৩৮, ২ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বীর মুক্তিযোদ্ধা ড. শামসুদ্দোহা খন্দকার ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভায় তাঁকে নির্বাচন করা হয়।

বাংলাদেশ পুলিশের সাবেক এডিশনাল আইজি ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের চতুর্থ ব্যাচের ছাত্র ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির রেকর্ডধারী এবং অনার্স ও মাস্টার্স উভয় শ্রেণিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন তিনি।

ড. শামসুদ্দোহা খন্দকার যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশে নদী গবেষণা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।
 
চাকরি জীবনে পুলিশ বাহিনীর জন্য সর্বাধুনিক অস্ত্র, উন্নতমানের যানবাহন ক্রয় ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে একটি আধুনিক পুলিশবাহিনী গঠনে ভূমিকা রাখেন ড. শামসুদ্দোহা খন্দকার। তিনিই সর্বপ্রথম জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নারী পুলিশ কন্টিনজেন্ট পাঠানোর ব্যবস্থা করেন। 

২০১২ সালে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান থাকাকালে সারাদেশে প্রায় চার হাজার কিলোমিটার নদীপথ খননের ব্যবস্থা করেন। এর মধ্য দিয়ে বন্যার ধ্বংসলীলা থেকে অনেকটা রক্ষা পেয়েছে বাংলাদেশের অর্থনীতি। 

বিশিষ্ট নদীবিজ্ঞানী, নদী সংরক্ষণ পরিকল্পনাবিদ ও শিক্ষানুরাগী ড. শামসুদ্দোহা খন্দকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন।

বার্ষিক সাধারণ সভায় ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের বিদায়ী চেয়ারম্যান ইসমাঈল জবিউল্লাহ নতুন চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বোর্ডের সদস্যবৃন্দ এবং ভিসি প্রফেসর ড. শহীদ আখতার হোসেন চেয়ারম্যানকে অভিনন্দন জানান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি