ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বহিরাগতদের হাতে ববি ছাত্রী লাঞ্ছিত, সড়ক অবরোধ

ববি প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৮, ১২ জানুয়ারি ২০২২

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বহিরাগত এক বখাটের হাতে লাঞ্ছিত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী৷ এ ঘটনার বিচারের দাবিতে বরিশাল-পটুয়াখালি মহাসড়ক অবরোধ করেন ববি শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মুখের মেরিন একাডেমি রোডে শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনা ঘটে।

ভিকটিম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী।

ববি শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ভার্সিটির সামনে মেরিন একাডেমি রোডে কথা বলছিলেন। তখন স্থানীয় কয়েকজন তাদের পরিচয় জানতে চায়। পরিচয়ে ভার্সিটির শিক্ষার্থী বলা সত্ত্বেও তাদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টার এক পর্যায়ে জয় নামের এক বখাটে যুবক ওই শিক্ষার্থীকে লাঞ্ছনা  এবং গায়ে হাত (থাপ্পড়) তোলেন। 

এর পরপরই বখেটেরা ওই স্থান থেকে সটকে পড়েন।

প্রত্যক্ষদর্শী শিহাব আহমেদ জানান, ভুক্তভোগী আপু আমাদের বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী, প্রায় একশ’ মানুষের মাঝে তাদের দুজনকে মারধর করেন জয়৷ এ সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করি৷ ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুক ছড়িয়ে দেন এলাকার ইউপি মেম্বর।

এ ঘটনার বিচারের দাবিতে রাত ১০টার দিকে বরিশাল-পটুয়াখালি মহাসড়ক অবরোধ করেন ববি শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঠিক বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন তারা। 

বুধবার সকাল ৯টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করলে আবারও সড়ক অবরোধের হুশিয়ারি দিয়েছেন ববি শিক্ষার্থীরা।

উল্লেখ্য, অভিযুক্ত জয় নামের ওই যুবক এর আগেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত এবং লাঞ্ছনার ঘটনা ঘটিয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি