ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শাবিপ্রবি ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মিনহাজ সম্পাদক হাসিব

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৩, ১২ জানুয়ারি ২০২২ | আপডেট: ২৩:৪৪, ১২ জানুয়ারি ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভ্রমণ বিষয়ক সংগঠন 'ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ২১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ ইবনে হেলাল মিনহাজ এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. হাসিবুর রহমানকে মনোনীত করা হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 'ডি' এর ৪০০৬ নং রুমে উপদেষ্টামন্ডলির উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি ফারহানা ইসলাম ফারহিন, সহ-সভাপতি সামিহা রহমান খান শর্মী, মনীষ হরেন্দ্র রায়, সাফায়েত আহমেদ, অভিক দেব, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহান, জয়ন্ত কুমার দাস, রবিউল ইসলাম রবিন, জীবন মাহমুদ, সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক জাহিন সিদ্দিকী রাশিক, সহ সাংগঠনিক সম্পাদক মাহির আসিফ, নাফিয়ুল আলম পূর্ণ, তমাল আব্বাসি, কোষাধ্যক্ষ দেবজ্যোতি দাশ টুটন, সহ কোষাধ্যক্ষ সৈয়দ ইফতেখার সালমান।

হেড অব অ্যাডভেঞ্চার উইং নিলয় হাসান, হেড অব রিসার্চ উইং আবুল হাসান জিহাদ, হেড অব চ্যারিটি উইং সোহানুর রহমান, পর্যটন তথ্য বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান সিফাত, প্রকাশনা সম্পাদক সানজিদা মালিহা, সহ প্রকাশনা সম্পাদক সন্দীপন পিয়াস, দপ্তর সম্পাদক তাওহীদুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমেদ ইসতিয়াক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাইশা শাহরিন মুমু এবং অফিশিয়াল ফটোগ্রাফার রুদ্র প্রসাদ গায়েন।

এছাড়া অ্যাডভেঞ্চার উইং এর সমন্বয়ক সাকিব আসিফ, রিসার্চ উইং এর ইডিটর সাহেবুল আতাত তানভীর, চ্যারিটি উইং এর সমন্বয়ক তমাল পাল।

এসময় সদ্য বিদায়ী সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি), সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি