ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শাবিপ্রবি উপাচার্য অবরুদ্ধ

শাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:২৭, ১৬ জানুয়ারি ২০২২

বেগম সিরাজুন্নেসা হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

রোববার বেলা আড়াইটায় একাডেমিক কাউন্সিলের মিটিং শেষে রেজিস্ট্রার ভবন থেকে বের হলে উপাচার্যের পিছু নেয় আন্দোলনকারীরা। এসময় উপাচার্য দ্রুত ওই জায়গা ত্যাগ করে এম এ ওয়াজেদ মিয়া ভবনে এসে আশ্রয় নেন। 

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। এসময় ভবনের তিনটি গেইটে তালা মেরে দেন বিক্ষুব্ধ ছাত্রীরা। একই সাথে উপাচার্যের নিরাপত্তার জন্য এই ভবনের সবগুলো গেইটে তালা লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। 

বর্তমানে উপাচার্য এম এ ওয়াজেদ মিয়া ভবনের তিন তালায় ৩৩৩নং কক্ষে কিছু কর্মকর্তা ও শিক্ষকসহ অবস্থান করছেন।

এই সংবাদ লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ভবনের বাইরে অবস্থান করে বিক্ষোভ মিছিল করছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি