ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

আমরণ অনশনে গেলেন আন্দোলনরত শাবিপ্রবি শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৪, ১৯ জানুয়ারি ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ। 

বুধবার বেলা ২টা ৫০ মিনিটে উপাচার্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ২৪ জন আমরন অনশনে বসেছেন। তারা জানিয়েছেন, উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ের যাবেন তারা। 

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন, শাহরিয়ার আবেদিন, আব্দুল্লাহ আল রাফি, রাকিব, ফয়জুর রহমান, আসিফ ইকবাল, কাজল দাশ, সাদিয়া নওরিন মিথিলা, জান্নাতুল নাইম নিশাত, জাহিদুল ইসলাম, এস এম আহাসান উল্লাহ, আসাদুজ্জামান, মরিয়ম আক্তার, আবু রাকিব হাসানসহ আরো অনেকে। 

এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ক্যাম্পাস থেকে পুলিশ সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেও আজকে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও উপাচার্যের বাসভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।

পুলিশের দাবি, কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা আছেন। এছাড়া ভিসির বাসভবনের নিরাপত্তার জন্য তারা সব সময় সেখানে অবস্থান করেন। প্রশাসনের অনুমতি পেলে তারা চলে যাবেন। 

এর আগে শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা উপাচার্যের বাস ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি